Looking Video Editor? Designer? Publishing Experts?

Looking Video Editor? Designer? Publishing Experts?
For Your Trusted and Skilled Partners...

টিএ সুলেমান দম্পতিকে নিবেদিত - বিবাহ এবং বৈরাগ্যের পদ্য

এই লেখাটি প্রকৃত অর্থে কোনো পদ্য নয়, কবিতা হওয়াটা দূরের কথা। শুধুমাত্র আমাদের এক কঠিন দিনযাপনের ডায়েরি, আর কয়েকটি প্রার্থনার শব্দ। পড়ুন, ভালো লাগা এবং না লাগা উভয়ই জানিয়ে যান। ভালোবাসা সকলের জন্য।

আহমাদ সালেহ
২৮ আষাঢ় ১৪২৮


Published from Blogger Prime Android App

যুক্তবর্ণ : টিএ সুলেমানের প্রথম বিবাহবার্ষিক স্মারক

১.

আকাশ নীল, আকাশ লাল, এবং আকাশ কালো ভীষণতর

সেই মানুষটা জানতো, কবি, বাসে তারে, ভালো ভীষণতর


জানতো কিন্তু জানতো না

বাসতে ভালো ক্লান্ত না

                              কেউই

তবু ঘেরে দিবাশেষের ক্লান্তি ভীষণতর...   


২.

এমন দিনে দেখি

চোখ মেলে আর বন্ধচোখের মেলে হৃদয় আঁখি 

ভালো আছে ভালোবেসে, প্রিয় মানুষ যারা

এই দেখাতেই সুখ আমাদের, আমরা সুখী যারা


৩.

প্রিয় কবি সুলেমান

ভালোবাসি তার ভালোবাসাটুকু, আর চঞ্চল প্রাণ

ছোটোবোন তাছলিমা

দোয়া করি তার কবিসঙ্গস্বাদ, ছাড়াক সকল সীমা


অবসাদ নয়, ক্লান্তিও নয়, ঝগড়াঝাঁটির ছলে

দিনগুলো যাক চলে-

তোমাদের দিন মিলাক শেষে ফেরদাউসের জেলে


৪.

এই ছোট্ট পত্রখানা

এবং তোমাদের 'শাদীয়ানা'

                               - সম আনন্দের নয়

তবু পাঠালাম খামে

আমরা তো বাঁচি, ভালোবাসবার দমে


এই ফুল, এই ঝরাপাতা আর ধুল 

খাম থেকে খুলে নিও

আহমাদ সালেহ, কবি এক বেদনার

স্নেহাশিস তার নিও


দোয়া তোমাদের- আনন্দময় অনন্তদিন তরে

দোয়া তোমাদের- সুখ-শোকতাপে বাঁচো এক প্রেমজ্বরে।


Published from Blogger Prime Android App

টিএ সুলেমান দম্পতিকে নিবেদিত - বিবাহ এবং বৈরাগ্যের পদ্য টিএ সুলেমান দম্পতিকে নিবেদিত - বিবাহ এবং বৈরাগ্যের পদ্য Reviewed by আহমাদ সালেহ on July 09, 2021 Rating: 5

1 comment:

Powered by Blogger.