Looking Video Editor? Designer? Publishing Experts?

Looking Video Editor? Designer? Publishing Experts?
For Your Trusted and Skilled Partners...

লাল গোল্ডলিফ


লাল গোল্ডলিফ
(যাপনসঙ্গী এমদাদকে)

খেতে খেতে
ধোঁয়া। 

সুরমাতীরে ধানকল ছাড়ছে যেমন
উত্তাপ...
তেমনি হারিয়ে যাচ্ছো তুমি
চাল, ক্ষুদ, কুঁড়ো হয়ে

আমি কেবল ধোঁয়া।

আকাশ বিবর্ণ হয়ে আসে
নামে, কুয়াশার নাম ধরে শিশিরের বিন্দু
অনন্ত ঘাসের শিষে, ধানের ডগায়
নবীনা কৃষক মেয়ের চোখে।
স্কুলে যেতে যেতে কল্লোলিত হাসিতে
পোড়ায়...

আরেক নবীন
লাল গোল্ডলিফ টেনে টেনে
পরিপক্বতার দিকে 
ধোঁয়ার দিকে 
হাঁটে...

মেঘের আড়ালে হাসে মেঘ
নাকি চাঁদ, নাকি চান্দের আলো, জোছনা!

পৃথিবীর বয়স হয়, কমে না হাসির ধার
থামে না চিমনি, ধোঁয়া.. লাল গোল্ডলিফ...

শারদ মধ্যাহ্ন, ১৪২৮

অঙ্কন: এমদাদ

লাল গোল্ডলিফ লাল গোল্ডলিফ Reviewed by আহমাদ সালেহ on September 14, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.