Looking Video Editor? Designer? Publishing Experts?

Looking Video Editor? Designer? Publishing Experts?
For Your Trusted and Skilled Partners...

ঊর্মি নামের ভোর


একটি ছড়া লেখার কথা ছিলো।

লক্ষ শখের মধ্যে একটি শখ - সেই ছড়াতে ঝর্ণা হবে নদী হবে সাগর হবে শখ! সেই ছড়াতে ঊর্মি আমার হবেরে নায়ক। ছড়ার জন্যে আকাশ হলো আকাশজোড়ে মেঘ ঘনালো বৃষ্টি এলো নেমে - দুনিয়াজোড়া ঊর্মি নাচে বৃষ্টি গেলে থেমে। বৃষ্টি থেমে ঝণ্ণা হলো দূর পাহাড়ের কন্যা হলো বাংলাদেশে বন্যা এলো নেমে - সেই বন্যায় জাগলো নদী পালতোলা নাও ছুটলো বেগে ঢেউয়ের দমে দমে সেই ঢেউয়ের মাথায় নৃত্য করে ঊর্মি থেমে থেমে। হঠাৎ দূরে দখিনপানে তাকিয়ে দেখি তাক্ নয়ানে পাহাড় সমান ঢেউ অমন ঢেউ কি বুনতে পারে আল্লাহ ছাড়া কেউ? ঢেউয়ের মাথায় নাও বসিয়ে ঊর্মিটাকে দেই ভাসিয়ে দূর - আর বুনতে থাকি সুর। ধরার বুকে নেমে আসুক ঊর্মি নামের ভোর।

আহমাদ_সালেহ
২১.১১.১৮

ঊর্মি নামের ভোর ঊর্মি নামের ভোর Reviewed by আহমাদ সালেহ on March 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.