Looking Video Editor? Designer? Publishing Experts?

Looking Video Editor? Designer? Publishing Experts?
For Your Trusted and Skilled Partners...

ব্রিটেনজয়ী ছোট্ট তাহেরার গল্প

আহমাদ সালেহ
UKIM হচ্ছে ‘ইউকে ইসলামিক মিশন’, যেটা প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬২ সালে। ব্রিটেনের ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সবচে’ বড় প্রতিনিত্বশীল সংগঠন UKIM, যাঁদের শুরুটা হয়েছিলো বিশ্বের নানা প্রান্ত থেকে ব্রিটেনে আসা মুসলিম অভিবাসীদের তাৎক্ষণিক ধর্মীয় প্রয়োজন পূরণের লক্ষ্যে। কিন্তু সময়ের আবর্তনে এই চ্যারিটি ফাউন্ডেশনের কাজ গ্রেট ব্রিটেন ছাড়িয়ে সারা বিশ্বে বিস্তৃত হয়ে গেছে। শুধুমাত্র ব্রিটেনজুড়ে এই সংগঠন পাঁচ হাজারের বেশি মুসলমান ছেলেমেয়ের ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম আঞ্জাম দিচ্ছে, অন্যান্য সেবাকাজের কথা নাই-ই বললাম। অবস্থাদৃষ্টে বলা যায়, ব্রিটেনের মুসলিম ছেলেমেয়েদের মধ্যে UKIM একটা স্বপ্নের বাতিঘর, অন্যরকম এক আশার নাম, ভালোবাসার নাম। UKIM তাঁদেরকে বায়তুল্লাহ এবং মসজিদের নববীর প্রেম শেখায়, আল্লাহ এবং রাসুলকে (সা.) ভালোবাসতে শেখায়, ভালোবাসার প্রতিযোগিতা করতে শেখায়।
প্রতি বছর রমজান মাসে শিশু-কিশোরদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করে UKIM. ‘Creativity Competition for Children’ বা ‘শিশুদের জন্য সৃজনশীল প্রতিযোগিতা’, যেটি তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উপলক্ষে ব্রিটেনবাসী মুসলিম ছেলেমেয়েদের মধ্যে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য তৈরি হয়। তারা কবিতা, ছবি আঁকা, বক্তৃতা ইত্যাদি নানান বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর অপেক্ষায় থাকে কাংখিত ফলাফলের।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াল হামলা সত্ত্বেও UKIM এবারও এই প্রতিযোগিতার আয়োজন করেছে। কিন্তু অন্যান্য বারের মতো নয়, এবার  সম্পূর্ণ অনলাইনেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।

আমাদের শিরোনামের ছোট্ট বোন তাহেরা সাদাত, যে কিনা এই প্রতিযোগিতার অন্যতম সেলিব্রেটি কম্পিটিটর। দুর্দান্ত কবিতা লেখে সে, বক্তৃতায় সুদক্ষ, ছবি আঁকায়ও দারুণ পারদর্শি। আজকে আমি তার গল্পই বলবো আপনাদেরকে।

২০১৭ সাল, তাহেরার বয়স তখন ছিল মাত্র ৯ বছর। বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল হযরত খাদিজা (রা.)। চিত্তাকর্ষক এক বক্তৃতা দিয়ে তাহেরা সে বছর অর্জন করে নেয় তৃতীয় পুরস্কার।
বক্তৃতায় তৃতীয় বিজয়ী ৯ বছরের তাহেরা : ২০১৭
তার পরের বছর. ২০১৮ সালে বক্তৃতার বিষয় ছিল আরো কঠিন। 'Characteristics of Muslim youth.'- বা মুসলমান তারুণ্যের বৈশিষ্ট্য। এই বক্তৃতায় তাহেরা অর্জন করে নেয় দ্বিতীয় পুরস্কার। 
আর শুধু কি বক্তৃতায়? একই বছর 'মুসলিম কনট্রিবিউশন ইন দ্য ইউকে' বিষয়ে পোস্টার ডিজাইনেও সে দ্বিতীয় পুরস্কার অর্জন করে।
Muslim Contributions In The UK : তাহেরার আঁকা পোস্টার
কিন্তু শুধু বক্তৃতা আর পোস্টারে অর্জন হলেই কি চলে? তাহেরা এবার কবিতায় সেরা হতে চায়। ২০১৯ সালের প্রতিযোগিতার বিষয় ছিল, My Ideal Mosque. এই বিষয়ে একটি দুর্দান্ত কবিতা লিখে ফেলে তাহেরা। চলুন দেখি ১১ বছরের বালিকা তাহেরা কেমন লিখেছে তার আদর্শ মসজিদ নিয়ে-

My Ideal Mosque
Taherah Saadat
October 2019

بسم هللا الرحمن الرحيم
A mosque is where I go to worship everyday,
And I also go there to prostate five times a day.
    I find a smile on everybody’s face,
Worshipping Allah in this holy place.

When I go to the mosque I am never alone ,
Because the house of Allah is my second home.
I love my Rabb who is Allah,
And on Friday afternoon there’s Jummah salah.

We are in the prayer room reading Quran,
And seek peace in prayers led by the Imam.
It’s where we learn Arabic to read and write,
And this is how we can make our future bright.

With our hands raised to Allah our hearts feel at content,
As this is the time we can truly repent.
A mosque is a place where you can never feel in despair,
As angels surround you and you are aware.

When we go to the mosque we perform Eid prayer,
Family and friends around the world gather there.
Masjid is a place that makes me feel at peace and makes me feel good
When it’s the holy month of Ramadan we sit together and share food.

Islam is my religion which is all about peace,
And at Al Furqan Masjid is where my knowledge will increase.
We must work together to make our mosques ideal,
So tranquility and spirituality we can feel.
أمين
My Ideal Mosque : কবিতার মতো ভালো ছবিও আঁকে তাহেরা
"যখন আমি মসজিদে যাই, তখন আর একলা থাকি না
কারণ আল্লাহর ঘরই আমার দ্বিতীয় ঘর
ভালোবাসি আমার পালনকর্তাকে, তিনি আল্লাহ
এবং ভালোবাসি শুক্রবারের দুপুর, জুম্মার সালাহ”
কী চমৎকার না কথাগুলো!! পাঠ করার পর থেকেই আমায় ভাবাচ্ছে। আর কবিতাটির স্বয়ংসম্পূর্ণতার দিকটা খেয়াল করুন, ব্রিটেনের একটি মসজিদে কী কী হয়, তার একটা পূর্ণাঙ্গ ধারণা উঠে এসেছে এর মধ্যে। এই সময় এবং এসময়ের ব্রিটেনের একটি মসজিদ কেমন, বিষয়টাকে অসাধারণভাবে ধারণ করে ১১ বছরের ছোট্ট তাহেরার কবিতাটি তাই স্বকালের সৌন্দর্যস্বাদ পূরণ করে মহাকালের জন্য একটি দলীল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছে। এমন কবিতা তবে কততম স্থান অর্জন করতে পারে?

-ঠিক ধরেছেন। এই কবিতা দিয়েই তাহেরা ২০১৯ সালে কবিতা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে নিয়েছিল।

এ বছর, অর্থাৎ ২০২০ সালে UKIM National Competion-এর বিষয় নির্ধারিত হয়েছিলো ‘My Ramadan’ –আমার রমজান। এবারও তাহেরা একটি দুর্দান্ত সুন্দর কবিতা লিখেছে! চলুন সেটাও এই ফাকে পড়ে নেওয়া যাক-

MY RAMADHAN
Taherah Saadat (Age 12)
May 2020

 بسم هللا الرحمن الرحيم
The sacred month of Ramadhan is here,
This will be the month our hearts will become clear.
From food and drink we abstain,
Shaitan this month is put on a chain.

Suhoor is the time to wake up to eat and pray,
This is what we should not delay.
When masjids were open, ALLAH would want us to go,
But now we can't, we are feeling so low.

This year family and friends can’t have Iftar together,
We need to have patience and remember this won't last forever.
At Iftar time we sit make dua at the table and wait,
Breaking our fasts with water and Palestinian dates.

In Ramadhan we try our best to read the Holy Quran,
And all our bad habits we try and ban.
Especially in this month we try do lots of good deeds,
And help those we can and help those in need.

This Ramadhan it is ALLAH we want to be closer to,
As a person we hope to feel totally new.
Ramadhan is a month believers wish would never end,
This is because of the abundance of blessings it sends.

O ALLAH accept our Sawm,
Save us from the fires of Jahannam.
Please have mercy on us and forgive our sins,
And in our battle with Shaitan let us win!
أمينأ
বাংলাদেশী বংশোদ্ভূত অসাধারণ মেধাবী তাহেরা জন্মস্থানসূত্রে ব্রিটিশ নাগরিক, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকও বটে। উন্নত দেশগুলো এদেশের মেধাবীদের সম্মান দিয়ে নিজেদের দেশের নাগরিকত্ব দেয়, আমরাও একদিন তাহেরা এবং তাহেরার মতো অসাধারণ মেধাবীদের বাংলাদেশে যথোপযুক্ত সম্মান দিয়ে দেশের কাজে লাগাবো, এমন আশা তো করতেই পারি। 
তাহেরা সাদাত কী ভাবে তার স্বদেশ নিয়ে? হাজার মাইল দূরে থেকে প্রায় অদেখা বাংলাদেশের জন্য তার কোনো ভালোবাসা আছে?
হ্যাঁ, তাহেরার স্বপ্নের কথা জানলে আপনারাও আমার মতো রীতিমত বিস্মিত হবেন! 
এ বছরই পবিত্র রবিউল আউয়াল মাসে তাহেরা বাংলাদেশের দরিদ্র ও অবহেলিত এতিম-বিকলাঙ্গ শিশু ও বিধবা মায়েদের সহযোগিতার জন্য একটি ফান্ড গঠন করেছে। যার নাম- Taherah’s Fair Foundation.
তাহেরার আম্মু, বড় দুই ভাই আব্দুল খালেদ রহমান ও ড. আব্দুল কবির রহমান, বোন জিবরান সাদাতসহ আরো অনেকেই এ ব্যাপারে তাকে খুবই উৎসাহ আর সহযোগিতা দিয়ে যাচ্ছেন। সকলের সহযোগিতা নিয়ে ফান্ড তৈরি করে তাহেরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। 'তাহেরা'স ফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান হয়েছে তাহেরা, আর বড়ভাই আব্দুল খালেদ রহমান তো এর সার্বিক দায়িত্ব নিতে পেরে রীতিমত আনন্দিত।

Name: TAHERAH'S FAIR FOUNDATION

Purpose: Work for Orphans and Disable Childrens and also for Poor and Widows.
বারো বছরের ছোট্ট তাহেরা, কিন্তু মানুষ কত বড়?
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের ভাষায়- “মানুষ তাঁর স্বপ্নের সমান বড়।” ঠিক না?
সৃষ্টিকর্তা তাহেরার স্বপ্নগুলোকে সফল করুন। সারা পৃথিবীর মানুষ উপকৃত হোক তার দ্বারা।
ব্রিটেনজয়ী ছোট্ট তাহেরার গল্প ব্রিটেনজয়ী ছোট্ট তাহেরার গল্প Reviewed by আহমাদ সালেহ on May 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.