Looking Video Editor? Designer? Publishing Experts?

Looking Video Editor? Designer? Publishing Experts?
For Your Trusted and Skilled Partners...

কালের বাখান কিংবা সময়ের কবিতা : ১০

১)
এই নগরে
সবুজপাতায় ধুলো জমে ক্বিনবিরিজের ডানে
সবুজপাতায় বালু জমে ক্বিনবিরিজের বামে
ধুলো জমে, ধোয়া জমে, জমে রাতের কুয়া
নীরব রাতে সুরমা বুলায় শীতল হাতের ছোয়া।
সবুজ পাতায় বসন্ত হয়, ফুটে নতুন ফুল
এই নগরের ধুলো-বালি কেউ করেনি ভুল।                          
২৫ ডিসেম্বর ২০১৭



২)
এ রাত

তারায়, তারায়, তারায়...
তুমি কই চাঁদ?
মেঘে মেঘে আলোকিত
অদ্ভূদ এ রাত!!!
হঠাৎ উল্কাপাত!
কতোটা ঘনালো রাত?
গাছেদের শাখে শাখে ফুটে তারাফুল
তুমি আমি দুজনের, কেউ নই ভুল।
ঐ শুনো!
কে যেন ডাকছে ওই...
বেতঝোপে হেথা-হোতা অচিন পাখি
কে যেন পেয়েছে খুঁজে কাঙ্ক্ষিত সই
নিশাচরে, নিশাচরে, কী যে মাখামাখি!
আবার ডাকছে শুনো, কোকিল দূরই...
অবাক, এ রাত সখি, অবাক বড়োই!!                                               ১৯.১২.১৭




৩)
বিষাদ

বিষাদ,
কোথায় তুমি? তীর্থ কোথায় বলো..

সন্ধ্যেবেলার দিগ্বলয়ে দেখতে পেলুম তাকে
চাঁদ এসেছে চুপটি করে জ্যোৎস্নাবিহীন মাঠে

বিষাদ তোমার আপন আলয় সেইখানে কী বলো?
একলা যারে কেউ কখনো বাসতে চায়নি ভালো?                                           
১১.১১.২০১৬




৪)
তারা এবং এরা
তারা,
তরল গোবরে দিলো ডুব...
বের হলো সবুজের সভ্যতা হয়ে।
এরা,
মর্মর কংকরে বানায় অনূপ...
স্ব-কামাই মরুবাসে থাকে সদা ভয়ে।                                        
১১.২২.২০১৭





৫)
অস্তাচলের ডিঙিনাও
সেই সন্ধ্যা...
দিনশেষে দিবাকর অবসানে
দুই পৃথিবীর ধুলিজল মেখে,
লালাভ আলোর স্রোত দিয়েছিল ঢেলে!!!
মেঘে মেঘে পশ্চিম রঙ মেখেছিলো
ডেকে ডেকে আসছিলো বাউরি বাতাস
হাওরের লালজলে ঢেউয়ের মাতন
হঠাৎ ভাসালো কেউ কালো ডিঙিনাও
লগি বেয়ে তরতর পাড়ি দিলো সূর্যের পানে
আজও আমি খোঁজে ফিরি সেই ডিঙিখানা
লালাভ স্বপ্নকে ছেড়ে উৎসের পানে
ছুটে যাবো, ছুটে যাবো অতুল নেশা
কোথায় হারিয়ে গেলো সেই ডিঙিখানা?                                     ৫ ফেব্রুয়ারি ২০১৮



৬)
এ রাত
তারায়, তারায়, তারায়...
তুমি কই চাঁদ?
মেঘে মেঘে আলোকিত
অদ্ভূদ এ রাত!!!
হঠাৎ উল্কাপাত!
কতোটা ঘনালো রাত?
গাছেদের শাখে শাখে ফুটে তারাফুল
তুমি আমি দুজনের, কেউ নই ভুল।
ঐ শুনো!
কে যেন ডাকছে ওই...
বেতঝোপে হেথা-হোতা অচিন পাখি
কে যেন পেয়েছে খুঁজে কাঙ্ক্ষিত সই
নিশাচরে, নিশাচরে, কী যে মাখামাখি!
আবার ডাকছে শুনো, কোকিল দূরই...
অবাক, এ রাত সখি, অবাক বড়োই!!
                                                           ১৯.১২.১৭



৭)
হাসো

কবিতা;
তোমাদের তরে দৈন্য আমার জানো!
এখন ফাগুনে আমের মুকুলে জরা
চিন রেখে গেছে লক্ষ দিনের খরা
এখন লাগেনা এই গায়ে অপমানও!
তুমি আসো, তুমি আসো
জন্মের সুখে শিশুদের মতো একটুখানি হাসো।
                                                           ০১.০৩.১৭

৮)
শমন

অকবিতা জ্বরে জ্বরে নাজেহাল মন
নিয়ত পৌঁছে এসে আদল শমন;
প্রতিসাঝ-ভোর...
নিজহাতে হৃদে গড়ি কবিতার গোর!
                                                           ২৭.০২.১৮


৯)
ক্যাম্পাস
মান্যবর প্রিয় কবির নামোল্লেখ করবো না
এসেছি আমার প্রিয় ক্যাম্পাস মুরারিচাঁদ কলেজে।
পুরাতন বাংলা বিভাগের টানা বারান্দায় আজকের এই বইমেলায়...
হঠাৎ দেখা...
থ্রেট দিলুম- আপনি এখানে কেন?
বললেন- এটা তো আমাদের ক্যাম্পাস।
বললুম- ছিলো।
এখন আমাদের।
ইশারায় মাথা নীচু করে
কানটাকে মুখের কাছে নিয়ে
চুপিচুপি বললেন- এই ক্যাম্পাসে
এই বারান্দায় বসে
ক..তো চুলের বাতাস খেয়েছি!!
অতএব, মানতে হলো এ তাঁদের ক্যাম্পাস।
কমরেড এখনো অনাহূত
এ বসন্তে ফাগুনের আগে আগে চৈত্র এসে গেছে।
                                                           ২১ ফেব্রুয়ারি ২০১৮


১০)
ঘুম
ঘুম এসেছে দুচোখ জুড়ে 
চতুর্দিকে ঘুমের ঘোর
সত্য এখন ঘুম তুই আমার—
আমিও হলাম কেবল তোর।                                     ০৭ ফেব্রুয়ারি






ক্যামেরার কবিতা

* ছবিও কখনো কখনো কবিতা হয়ে যায়
জীবনে এমন কিছু ছবির জন্যই আফসোস থাকবে না
আফসোস থাকবে না যে এই জীবনে কখনো ভালো ক্যামেরা চালাতে পারিনি।
আফসোস কেবল...
হারিয়ে যায় এইসব সময়।
হারিয়ে গেলে শুরু হয খোঁজাখুঁজি
কিন্তু সে আসলেই হারিয়ে যায়।
হারানো সময়।
কালের বাখান কিংবা সময়ের কবিতা : ১০ কালের বাখান কিংবা সময়ের কবিতা : ১০ Reviewed by আহমাদ সালেহ on April 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.