Looking Video Editor? Designer? Publishing Experts?

Looking Video Editor? Designer? Publishing Experts?
For Your Trusted and Skilled Partners...

ছড়া সমগ্র : ০৬

১)
ভাষার গান

শব্দে আমায় বলতে কহো
ফেব্রুয়ারি ভাষার গান?
শব্দ এমন কোথায় আছে,
মৃত্যুকে দেয় হাজার প্রাণ?


শব্দ আছে বুলেটসম,
শব্দ আছে তরবারি ;
শব্দ আছে প্রার্থনীয়,
শব্দ আছে দরকারি।


কিন্তু বলো শব্দ এমন
কোথায় আছে কোন দেশে?
ঢালতে পারে রক্ত বুকের?
মরতে পারে অক্লেশে?




২)
বাঁশ
বাশপাতা বাঁশ নয়,
                বাঁশ এক দণ্ড।
বাঁশ খেলে হুশ ফিরে,
                হলে সব পণ্ড।
বাঁশ খায় চাকমায়,
                খেতে নাকি খুব স্বাদ!
টাকা দিয়ে খায় লোকে,
                কী আজব সংবাদ!
বাঁশ নাকি বংশ,
                অভিধানে তাই-ই কয়,
বংশের মান গেলে
                তবে আর কিসে ভয়?
গোটা কয় বাঁশ আর
                মানকচু লাগিয়ে
"বংশের মান" দাও
                অনায়াসে বাঁচিয়ে। 
                                ২৬.১১.২০১৬



৩)
অনর্থক
আষাঢ় গেলো হাওন গেলো
বন্ধু আমার আইলো না
উরি বিচি রাইন্ধা তইলাম
খান্দাত বইয়া খাইলো না।
হাসনাহেনার গন্ধে আমার
ঘুম লাগেনা নিশিতে
বন্ধু যদি থাকতো লগে
দুয়ে ঝুলতাম ফাঁসিতে।                                                     ০১.০২.১৮




৪)
এমন যদি হতো
এই মেয়ে...
তোমায় ভেবে ভেবে আমার
দিনটা হলো কুপোকাৎ!
এক প্রহরেই পাইনা খুঁজে
চার প্রহরের মস্ত রাত!!
আহা, এমন যদি হতো...
এই ছড়াটা ছড়া না হয়ে
কবিতা-ই হয়ে যেতো!
এমন যদি হতো
                                                           ০৯.০৮.২০১৭


৫) 
হ্যালো
এই যে রাত্রি তিন পহরে-
তোমায় হঠাৎ মনে পড়ে
গ্যালো!
ক'দিন আগে এই সময়ে
ডাকতো কোকিল পাগল হয়ে!
'হ্যালো...!'
এখন তুমি ঘুমিয়ে 'সুধা'!
পুলিশ ডাকে তাই বেহুদা!!
হচ্ছে মনে তুমি বিনে
ভালো ছিলো জেলও!!!
                                                           ০২:৩৯:০৪


৬)
আগামির সূর্য
তোমাদের হাসি-গানে, কথা ও কাজে,
মুখরিত হবে ধরা নতুন সাজে।
তোমরাই দাঁড়াবে নতুন করে,
উন্নত করে শির বিশ্বমাঝে।
আমরা তো রয়েছি পিছিয়ে এখনো,
ভোরের সূর্যোদয় হয়নি এখনো;
কবে শেষ হবে এই অমানিশা?
আকাশের ভাজে ভাজে খোঁজি তার দিশা।
চেয়ে চেয়ে দেখি ঐ পূর্বাকাশে,
ঊষার নবীন রেখা ভেসে ভেসে আসে।
তোমরাই হবে জানি আগামির সূর্য,
খোদার কাছে চাও জ্ঞান আর ধৈর্য।
নিশ্চিত কেটে যাবে এই অমানিশা,
বিশ্ব থাকবে চেয়ে, অবাক হয়ে
তোমাদেরই পথপানে খুঁজবে সে দিশা।
                                                           ১৪.১১.২০১৪







ছড়া সমগ্র : ০৬ ছড়া সমগ্র : ০৬ Reviewed by আহমাদ সালেহ on April 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.